রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১০ কেজি ৩শ’ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০৮৯) অভিযান চালিয়ে তিনটি টয়লেট থেকে বারগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি ১৫ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে শুল্ক কর্তৃপক্ষ। ব্যাংকক থেকে আসা (বিজি ০৮৯) বিমান অবতরণের পর অভিযান শুরু হয়। একটি টয়লেটে বাইরে থেকে স্বর্ণের বার সদৃশ দেখে সংশ্লিষ্টদের ডেকে ২ কেজি সাড়ে ৩শ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। পরে আরও দুইটি টয়লেট থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
তিনি আরও জানান, বিমান থেকে যাত্রীরা আগেই নেমে যাওয়ায় স্বর্ণের বাহককে চিহ্নিত করা যায়নি।