দেশে যে গতিতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সেই গতিতে বিমানবন্দরে সেবার মান বাড়ছে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের বিমানবন্দরগুলোতে সেবার মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকায় আর্মি গলফ ক্লাবে গতকাল শনিবার ‘দেশীয় এয়ারলাইনসের বর্তমান সমস্যা এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সেমিনারে বক্তারা দেশের এভিয়েশন শিল্পবান্ধব আমদানি-রপ্তানি নীতি, এসআরও ও কাস্টম নিয়মাবলি পরিবর্তন-পরিবর্ধনের দাবি জানান। এ ছাড়া বিমানের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিভিন্ন বিড়ম্বনার অবসান চান। এভিয়েশন কর্মচারীদের এনওসির প্রয়োগ সরকারিভাবে বাধ্যতামূলক করা, এভিয়েশন শিল্পের কাঠামো শক্তিশালী করার জন্য ট্রেনিং স্কুলগুলোকে আরো সমর্থন দেওয়ার ব্যাপারে সরকারের কাছে অনুরোধ জানান।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে যেন কোনো যাত্রী হয়রানি না হয় এবং সাধারণ যাত্রীরা যাতে নির্বিঘ্নে ও আরাম-আয়েশে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করা প্রয়োজন। বেসরকারি এয়ারলাইনস এবং হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আইনের মারপ্যাঁচে চাপে না রেখে তাদের সহযোগিতা দিতে হবে। তাদের অগ্রযাত্রায় যাতে কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
রাশেদ খান মেনন বলেন, বেসরকারি পর্যায়ে এয়ারলাইনসগুলোর বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। এ সুযোগ কাজে লাগাতে দক্ষ জনশক্তি প্রয়োজন। এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ বছরই যাত্রা শুরু করছে বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়। তিনি আরো বলেন, এয়ারলাইনসগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য জ্বালানির মূল্য যুক্তিসংগত পর্যায়ে নিয়ে আসা উচিত। ভ্যাটসহ শুল্কমুক্ত গাড়ি আমদানির ক্ষেত্রে ন্যায়সংগত সিদ্ধান্ত নিতে হবে। এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ইহসানুল গনী চৌধুরী এবং অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব মাসুদুর রহমান।
এস এম গোলাম ফারুক বলেন, ‘এভিয়েশন শিল্পে নিরাপত্তায় বেসরকারি হেলিকপ্টার সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ম-কানুন সঠিকভাবে মেনে চলা উচিত। আমরা তিনটি কম্পানির বিরুদ্ধে নিয়ম যথাযথভাবে না মানার অভিযোগ পেয়েছি। তারা ট্রেনিং ফ্লাইট পরিচালনার নামে যাত্রী পরিবহন করছে। ’ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অঞ্জন চৌধুরী বলেন, ‘আমাদের সমস্যাগুলো পুরনো। এর সমাধানে আমরা সরকারের সঙ্গে দীর্ঘদিন থেকে আলোচনা চালিয়ে গেলেও সমাধান পেয়েছি খুব সামান্যই। বেসরকারি খাতের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ’