বিপুল পরিমাণ ককটেল-বিস্ফোরক উদ্ধার

0
411

রাজধানীর লালবাগে জেএন শাহ রোডের একটি বাসা থেকে ৭২টি ককটেল, দুই কেজি পটাশিয়াম, বিপুল পরিমান স্প্লিন্টার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে র‌্যাব। এসময় ওই বাড়ির কেয়াটেকার বাদশা (৪৪) ও আনিস (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে। অভিযানে র‌্যাবের সাথে পুলিশও ছিল।1wx6rwe8-e1406784319616

মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয় বলে বুধবার র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

 র‌্যাবের দাবি, ওই বাসাটি যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির নেওয়াজ আলীর। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ওই বাসায় পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় র‍্যাব-১০। অভিযান চালিয়ে ৭২টি ককটেল, দুই কেজি পটাশিয়াম, বিপুল পরিমাণ স্প্লিন্টার ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।  জিজ্ঞাসাবাদের জন্য আটক ওই দুই ব্যক্তিকে থানায় নেয়া হয়েছে।