Home Hot News Today বিজিবির প্রতিবাদে বাংলাদেশী কৃষককে ফেরত দিল বিএসএফ

বিজিবির প্রতিবাদে বাংলাদেশী কৃষককে ফেরত দিল বিএসএফ

0

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশী এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার দু’ঘণ্টার মধ্যে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার সন্ধায় ভারতের নটকোবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা কাঁটাতার পার হয়ে এসে তাকে ধরে নিয়ে যায়।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধায় উপজেলার বালাতাড়ী সীমান্তের মৃত আজিজুল হকের ছেলে বাদশা মিয়া (৪২) ৯৩২নং আন্তর্জাতিক মেইন পিলারের সাব পিলার ১ ও ২ এর মাঝে শ্যালোমেশিন চালিয়ে জমিতে সেচ দিতে যায়। এ সময় ১২৪ নটকোবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা কাঁটাতার পার হয়ে জিরো লাইনে এসে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

খবর পেয়ে ৪৫ বিজিবি বালারহাট ক্যাম্পর সদস্যরা জানতে পেয়ে বিএসএফের কাছে আটককৃত কৃষককে ফেরত চেয়ে প্রতিবাদপত্র পাঠায়। পরে রাত ৯টার দিকে আটক কৃষককে ফেরত দেয় বিএসএফ।

এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবির বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল বলেন, ‘আমাদের তীব্র প্রতিবাদের মুখে আটক কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ। আমরা তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।’