বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি নিহত

0
451

images

শুক্রবার সকাল ৬টায় সীমান্তের ৯৩৪ আন্তর্জাতিক সীমানা পিলারের সন্নিকটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শ্যামল চন্দ্র নাওডাঙ্গা গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৬টায় সীমান্তের ৯৩৪ আন্তর্জাতিক সীমানা পিলারের সন্নিকটে শ্যামল চন্দ্র (৩৫) গরু আনতে যায়। এসময় ভারতের বসকোটাল বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শ্যামল চন্দ্র।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।