বিএনপিকে ডুবন্ত নৌকার সঙ্গে তুলনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘নৌকা যখন ডুবে যায়, তখন মানুষ খঁড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। বিএনপি এখন সেই ডুবন্ত নৌকার মতো।’

শনিবার সকালে কুষ্টিয়া শহরের হানিফনগরে নিজ বাসায় প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিপক্ষ রাজনৈতিক দল ও দলীয় প্রধানকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘বিএনপি এখন ভাঙনের মুখে। নিজেদের নেতাদেরই এখন দলের প্রতি আস্থা নেই। আর এ অবস্থা থেকে বাঁচতে বেগম জিয়া এখন সরকারকে নিয়ে কাল্পনিক কথাবার্তা বলে নিজেদের আত্মতৃপ্তি ও নেতাকর্মীদের মনোবল টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তবে এসব করে পার পাওয়া যাবে না।’

প্রভাবশালী এ নেতা মন্তব্য করেন, ‘বিএনপির মধ্যে ভাঙন ও নেতৃত্ব পরিবর্তনের যে সুর বেজে গেছে তা থেকে দলে শীর্ষ নেতারাও রক্ষা পাবেন না।’

ক্ষমতাসীন দলের ওই নেতা আরো বলেন, ‘মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে নির্বাচনে অযোগ্য করার জন্য আওয়ামী লীগ সরকারের কোনো প্রচেষ্টা নেই। আওয়ামী লীগের মিথ্যা মামলা দেয়া লাগবে না। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মা-ছেলে মিলে যে সব দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তার সঠিক বিচার হলেই তিনি দোষী প্রমাণিত হবেন।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রসঙ্গ উল্লেখ করে হানিফ বলেন, ‘খালেদা জিয়াসহ বিএনপির সব নেতাই জানেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের এতিমদের টাকা আত্মসাৎ করার ঘটনা সত্য। আদালতে শুনানি হলে দোষী প্রমাণিত হবেন, এই ভয়ে খালেদা জিয়া এ মামলায় আদালতে যান না।’