এশিয়ান গেমস হকির বাছাইপর্বে থাইল্যান্ডকে  ৫-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। সারোয়ার হোসেন, জোবায়ের হাসান, মিলন হোসেন, রোমান সরকার ও মামুনুর রহমান চয়ন- প্রত্যেকে একটি করে গোল করেছেন। আগামীকাল রবিবার হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

গতকাল শুক্রবার ওমানের রাজধানী মাসকটে নিজেদের ওপেনিং ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় লাল-সবুজের দল। প্রথম কোয়ার্টারে গোলের খাতা খোলেন সারোয়ার। দ্বিতীয় কোয়ার্টারে ২-০ ব্যবধান করে দলকে আরো এগিয়ে নেন জোবায়ের। আর তৃতীয় কোয়ার্টারে ৩-০ ব্যবধান করে ম্যাচটি নিজেদের অনুকূলে নিয়ে আসেন মিলন। এর পর আক্রমণে পিছপা হয়নি বাংলাদেশ।

আয়েশি মেজাজের পরিবর্তে লড়াকু মনোভাব ধরে রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ কোয়ার্টারে রোমান ও মামুনুর আরও দুটি গোল আদায় করে নেন। এতে ৫-০ গোলের বড় জয়ে বাছাইপর্বে শুভ সূচনা করে বাংলাদেশ।