অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ছয়টি বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চাইবে সংস্থাটি। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের উপায় বের করতে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। রাতে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম এ সংবাদটি প্রকাশ করেছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ওই বৈঠকটি শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান বৈঠকে উপস্থিত হননি। বিএনপির ১১ সদ্যসের একটি প্রতিনিধি দল এতে উপস্থিত ছিল।
পাঁচ. রাজনৈতিক কর্মসূচি পালন ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরকার কেন প্রতিবন্ধকতা তৈরি করছে।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অবস্থার বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা, পর্যালোচনা এবং তাদের মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া সদস্য ক্রিস্টিয়ান ড্যান প্রিদা।