Home Hot News Today বাংলাদেশ-ভারতের মধ্যে ২২ দফা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ-ভারতের মধ্যে ২২ দফা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ-ভারতের মধ্যে ২২ দফা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যলয়ের ‘শাপলা’ হলে এসব চুক্তি সই হয়। এসময় দুদেশের বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য মংলা ও ভেড়ামাড়ায় বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলার সিদ্ধান্ত হয়।

এছাড়া ৫৪টি অভিন্ন নদীর পানি ব্যবস্থানায় একযোগে কাজ করার সিদ্ধান্ত হয় বৈঠকে। আসামের গৌহাটিতে বাংলাদেশ মিশন, খুলনা ও সিলেটে ভারতীয় মিশন খোলার সিদ্ধান্ত নেয়া হয়। সারদা পুলিশ একাডেমিতে ভারত ও বাংলাদেশ মৈত্রী ভবন গড়ে তোলার সিদ্ধান্ত হয়।
এ সময় নরেন্দ্র মোদির হাতে স্যুভেনিউর ও উপহার সামগ্রী তুলে দেন শেখ হাসিনা। এরপর সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত যৌথ সংবাদ বিবৃতিতে অংশ নেন তারা।
সন্ধ্যা সোয়া ৭টায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিজিটরস বুকে স্বাক্ষর করেন। এরপরই কার্যালয় থেকে মোদিকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর কিছুক্ষণ পর রাত ৮টায় দুই প্রধানমন্ত্রীর আবার দেখা হবে হোটেল সোনারগাঁওয়ে।
সেখানে গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠিত হবে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজসভা। রাত সাড়ে ৯টায় এই কর্মসূচি শেষ হবে।