বাংলাদেশ চলচিত্র জগতের সবচেয়ে কম বয়সী নাইকা

0
4189

১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে রিয়াজের বিপরীতে পূর্ণিমা যখন অভিনয় করেন তখন তিনি ছিলেন সর্বকনিষ্ঠ নায়িকা। দীর্ঘদিন পর আবার আরেকজন সর্বকনিষ্ঠ নায়িকার আবির্ভাব ঘটল ঢাকার চলচ্চিত্রে।
তার নাম সানিতা রহমান। সানিতা শিশু শিল্পী হিসেবে প্রায় ১৫টি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি নাটক ও মডেলিংয়ে নিজের একটা শক্ত অবস্থান করে নিয়েছেন মিডিয়া জগতে। এবার ঢাকার ছবিতে নায়িকা হিসেবে নিজের আলাদা একটা অবস্থান করে নিতে চান। পরিচালক শাহীন সুমনের ‘প্রেম বলে কিছু নেই’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন বাপ্পী চৌধুরী এবং সুমিত।
আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কক্সবাজারে এ ছবির আউটডোর শুটিং শুরু হবে। দুটি গানের চিত্রায়ণ হবে সেখানকার মনোরম লোকেশনে।
বড়গুনার মেয়ে সানিতা এখন পড়েন ক্লাস নাইনে। রামপুরার রাজধানী আইডিয়াল স্কুলের ছাত্রী সানিতা দুই বোনের মধ্যে ছোট। বাবা মোঃ মিজানুর রহমান একজন ব্যবসায়ী। মা আলেয়া বেগম গৃহিনী।