বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নয়াদিল্লিতে সৌজন্য বৈঠকে দুই প্রধানমন্ত্রী এ ঐকমত্য প্রকাশ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
ইহসানুল করিম জানান, বৈঠকে শেখ হাসিনা বলেন, দুই দেশেরই বিশাল বাজার রয়েছে। একে অন্যের পণ্য বিক্রি করতেই পারে। আমরা দুই দেশ একসঙ্গে নিজেরাই অনেক কিছু করতে পারি। বিশাল বাজারকে কাজে লাগাতে পারলে দু’দেশেরই উন্নয়ন ত্বরান্বিত হবে। অন্যদের ওপর নির্ভরশীলতাও কমবে।
দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেন পুতুল ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্র সচিব জয়শংকর উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সফর শেষে স্থানীয় সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার পথে রওনা হন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং এবং বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে তাকে বিদায় জানান ।