বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি অ্যান্টি মানি লন্ডারিং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের  সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১২ থেকে ১৭ জুলাই মানি লন্ডারিংয়ের ওপর এশিয়া প্যাসিফিক গ্রুপের চলমান বৈঠকের পাশাপাশি বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইন্টেলিজেনস ইউনিট এবং অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড এনালাইসেস সেন্টারের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন সম্পর্কিত তথ্য বিনিময় সহজ হবে।