বর্তমান নির্বাচন পদ্ধতির আমূল পরিবর্তনের দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আর দলত্যাগীদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তাঁরা।

দলের সম্মেলনের আগে এর বিরোধিতা করলেও সিনিয়র প্রেসিডিয়াম সদস্যদের সবাই অংশ নেন জাতীয় পার্টির এই কেন্দ্রীয় সম্মেলনে। তাঁরা ছাড়াও সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পাশাপাশি কাউন্সিলে উপস্থিত ছিলেন  কাউন্সিলররা।

ইউনিয়ন পরিষদ নির্বানের সমালোচনা করেন এইচ এম এরশাদ। নির্বাচনের ওপর আস্থা ফেরাতে জনমনে এমন নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চান এরশাদ। তিনি বলেন, এবারের নির্বাচনে ৮৪ জনের প্রাণহানি হয়েছে। এ ধরনের নির্বাচন মানুষ গ্রহণ করেনি। আমরা এ নির্বাচন পদ্ধতির পরিবর্তন চাই। আমরা প্রস্তাব করেছি ৩০০ আসনে সব দল প্রার্থী দেবে। বিশেষ এলাকা থেকে নয়। জনগণ যাকে পছন্দ করবে তাঁকে ভোট দেবে।’

রওশন এরশাদ দলে বিভেদ ভুলে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা অধীর আগ্রহে আপনাদের অপেক্ষা করছি। আপনারা আসুন, আমরা ভবিষ্যতে একটি শত্তিশালী  জাতীয় পার্টি গড়ে তুলতে চাই। সে কারণে আমাদের আপনাদের প্রয়োজন রয়েছে।’

এই সম্মেলনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের পাশাপাশি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।