নিলামে ওঠছে গুগল প্লাস। ফেসবুকের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে চার বছর আগে অনেক প্রত্যাশা নিয়ে যাত্রা করে আমেরিকান সার্চ ইঞ্জিন গুগলের এ সামাজিক নেটওয়ার্ক মাধ্যমটি।
গুগল প্লাসকে সবচেয়ে প্রয়োজনীয় সাইটে পরিনত করতে গত কয়েক মাস অতিবাহিত করেছে প্রতিষ্ঠিানটি এবং গুগল সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের কেন্দ্রবিন্দু হিসেবে গুগল প্লাসকে পৃথক করা হয়।
গতকাল সোমবার কোম্পানিটি গুগল প্লাসকে বিচ্ছিন্ন করার চূড়ান্ত ঘোষণা দেয়।
২০১৩ সালে গুগল প্লাসের মাসিক ৩০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে, স্টোন টেম্পল কনসালটিং নামে তৃতীয় একটি পক্ষ দাবি করেছে, গত এপ্রিল পর্যন্ত এর ব্যবহারকারী ছিল ১১১ মিলিয়নেরও কম।