সাজা ঘোষণার পর দু’দিনের জামিনে সালমান কিছু স্বস্তিতে থাকলেও ঘুম ছিল না ভক্তদের চোখে। তরতর করে নেমেছে ইরোজ ইন্টারন্যাশনাল মিডিয়ার শেয়ার, প্রিয় দাদার জন্য দুঃখে খাওয়া ছেড়েছেন যুক্ত যমজ বোন, আর বন্ধ রইলো বান্দ্রায় সালমান খান থিম রেস্তোরাঁ ভাইজানজ।
২০১৫ সালের ৯ মার্চ সালমানের কিছু অন্ধ ভক্ত মিলে খোলেন ভাইজানজ রেস্তোরাঁ। তাদের মধ্যেই একজন জাফর সাইদ ইউসুফ জানান, ‘সালমান খানকে আমরা ভালোবাসি। তাই রেস্তোরাঁ বন্ধ রেখেছি। সারাদিন আমরা আদালতে ছিলাম। সন্ধ্যে পর্যন্ত রেস্তোরাঁ খোলার কোনো কারণ খুঁজে পাইনি। এটাকে আপনারা প্রতিবাদও বলতে পারেন।’
রায় ঘোষণার আগে ভাইজানজ পরিকল্পনা করেছিল সালমানের অপরাধ প্রমাণিত না হলে ভাইজানজ ৫০ শতাংশ ছাড় দেবে। সেই পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে।
ভক্তদের সামলাতে বাবা-ভাইকে সাথে নিয়ে নিজবাড়ির বারান্দায় সালমান