পৃথিবীর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক পোস্টে লাইক বাটন খুবই জনপ্রিয়। কিন্তু ফেসবুকে ডিসলাইক বাটন নেই। কিন্তু এই বাটন যুক্ত করতে ফেসবুককে প্রতিনিয়তই অনুরোধ জানিয়ে আসছে ব্যবহারকারীরা। এবার বুঝি ফেসবুক ব্যবহারকারীদের অনুরোধ শুনলো। ফেসবুকে আসছে ডিসলাইক বাটন। তবে তা মেসেঞ্জারে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্র্যাঞ্চকে ফেসবুক জানিয়েছে, তারা শিগগিরই মেসেঞ্জারে রিঅ্যাকশন বাটন চালু করতে যাচ্ছে। এই বাটনের সঙ্গে যুক্ত হচ্ছে ডিসলাইক বাটন। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারে এখন থাম্পস আপ বা লাইক বাটন চালু আছে। এই বাটনে থাম্পস ডাউন বা ডিসলাইক বাটন চালু করতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক।

তবে ঠিক কবে নাগাদ এই বাটনটি চালু হবে সে বিষয়ে পরিস্কার করে ফেসবুক কিছু জানায়নি। তাদের ভাষ্য, এটি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।

ফেসবুক ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ব্যবহারকারীদের পোস্টে লাইক বাটনের সঙ্গে নতুনভাবে লাভ, হাহা, ওয়াও, স্যাড এবং অ্যাংরি ইমোটিকন যুক্ত করে। আর শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ইমোটিকনগুলো। সম্প্রতি এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,প্রায় ৩০ হাজার কোটি রিঅ্যাকশন এর মধ্যে প্রায় ১৭৯ কোটিরও বেশি ব্যবহারকারীই কেবল লাভ রিঅ্যাকশন ব্যবহার করেছ।