Home আজকের গরম খবর ফিলিস্তিন সফরে গিয়েছিল বিশ্বকাপ ফুটবলের ট্রফি

ফিলিস্তিন সফরে গিয়েছিল বিশ্বকাপ ফুটবলের ট্রফি

0
ফিলিস্তিন সফরে গিয়েছিল বিশ্বকাপ ফুটবলের ট্রফি
বিশ্ব সফরের অংশ হিসেবে সোমবার ফিলিস্তিন সফরে গিয়েছিল বিশ্বকাপ ফুটবলের ট্রফি। এ সময় হাজার হাজার ফিলিস্তিনি ফুটবল অনুরাগী ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। রাশিয়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ট্রফিটি বিশ্বের বিভিন্ন দেশ প্রদক্ষিণ করছে।
আয়োজকরা জানায়, রামাল্লার অদূরে অবরুদ্ধ পশ্চিম তীরে ট্রফি পৌঁছালে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ফুটবল অনুরাগী লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রফিটি এক নজর দেখার জন্য।
এ সময় নিজের ছেলেকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন হামজা সামারা। তিনি বলেন, ‘টেলিভিশনের মাধ্যমে আমি এই শিরোপাটি দেখেছি। তবে এটি বাস্তবে দেখা এবং ট্রফির সঙ্গে ছবি তুলতে পারার অনুভূতি আমার কাছে অন্যরকম। এটি এমন এক সৌন্দর্য যা গোটা পরিবেশকেই পাল্টে দিয়েছে।’
এই নিয়ে দ্বিতীয়বারের মত ফিলিস্তিন এলাকায় নেয়া হল বিশ্বকাপের ট্রফিটি। অন্যান্য আরব দেশের মত ফিলিস্তিনেও ফুটবল খুবই জনপ্রিয় খেলা।
সোমবার বিকেলেই ট্রফি নিয়ে জর্ডানের উদ্দেশ্যে উড়াল দেন আয়োজকরা।