নাশকতার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।
পাশাপাশি এ মামলাসহ নাশকতার চার মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।
বিচারপতি মো. নূরুজ্জামান ও জাফর আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার পৃথক চারটি জামিন আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেয়।
আদালতে ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন ও মাহবুবউদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী একে এম এহসানুর রহমান।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।আইনজীবী এহসান জানান, ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না তা জানাতে হাই কোর্ট রুল জারি করেছে।
ঢাকার জেলা প্রশাসককে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।নাশকতার এই চার মামলার তিনটিই পল্টন থানার। অপর মামলাটি মতিঝিল থানায় দায়ের করা হয়।
৫ জানুয়ারির কর্মসূচি ঘিরে উত্তাপের মধ্যে দায়ের করা এসব মামলায় গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে ফখরুলের বিরুদ্ধে।
গত ৬ জানুয়ারি ফখরুল গ্রেপ্তার হওয়ার পর বিচারিক আদালত এসব মামলায় জামিন চেয়ে বিফল হন। এরপর চলতি মাসেই চার মামলায় ফখরুলের জামিন আবেদন হাই কোর্টে জমা পড়ে।