ভারতের বাজারে সয়লাব হয়ে গেছে চীনের তৈরি প্লাস্টিকের চাল। এই চাল স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকারক। ভারতের অনলাইন নিউজ পোর্টাল জিনিউজ জানিয়েছে, কেরেলা, তামিলনাড়ু এবং কর্ণটক রাজ্যে প্লাস্টিকের নকল পাওয়া যাচ্ছে। দামে সস্তায় হওয়ার কারণে অনেকে না বুঝে এই চাল কিনছেন।
প্লাস্টিককে বিশেষ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এই নকল চাল। এই চাল খেলে হজমে গোলমাল থেকে শুরু করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তারপরও ভারতের ক্ষতিকারক এই চালের বিক্রি চলছে বেশ রমরমিয়েই।
সাধারণ চালের সঙ্গে প্লাস্টিকের চালের খুব একটা পার্থক্য নেই। ফলে ভোক্তারা চাল না চিনে, না জেনে প্লাস্টিকের চাল কিনে প্রতারিত হচ্ছেন।
পত্রিকাটি জানিয়েছে, এক শ্রেণির অসাধু ব্যবসায় বেশি মুনাফার আশায় চীনের রপ্তানীকৃত প্লাস্টিকের চাল কিনে ভারতের বাজারে বিক্রি করছে।