বর্তমানে ঢালিউডপাড়ার ব্যস্ত তারকাদের অন্যতম চিত্রনায়িকা মাহিয়া মাহী। সম্প্রতি চিত্রনায়িকা থেকে প্রযোজনার খাতাতেও নাম লিখিয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে কাজ শুরু হবার কথা থাকলেও এখনও কাজ শুরু হয়নি ছবিটির।
মাহী প্রযোজিত এই ছবির নাম হচ্ছে ‘নিয়তি’। ছবিটি পরিচালনা করার কথা রয়েছে পরিচালক জাকির হোসেন রাজুর। তবে ছবিটির নায়ক কে হচ্ছেন তা এখনও নিশ্চিত হয়নি। জানুয়ারিতে কাজ শুরুর কথা থাকলেও এখনও কেন শুরু হলো না জানতে চাওয়া হলে জাকির হোসেন রাজু বলেন, ‘নতুন শিডিউল অনুযায়ী আসছে মে মাসে ছবিটির কাজ শুরু হবার কথা রয়েছে। তবে এখনই এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারছি না। কারণ এই চলচ্চিত্রের পুরো বিষয় নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে এখনও চূড়ান্ত কোনো আলোচনা হয়নি আমার। এমনকি চলচ্চিত্রটির নায়ক কে হচ্ছেন তাও জানি না আমি। আশা করছি খুব শিগগিরই এ ব্যাপারে সবকিছু জানতে পারবো।’
জানা গেছে, মাহীর নিজস্ব প্রযোজনা সংস্থা স্করপিয়ন ছাড়াও চলচ্চিত্রটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। বর্তমানে মাহী ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।