ভোট সামনে রেখে প্রচারে ব্যস্ত দিন পার করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল; যিনি মনে করেন, তারুণ্যকে সমর্থন দিয়ে বিএনপি এবার ‘বিপ্লব’ করেছে।
তাবিথ বলছেন, নির্বাচিত হলে প্রথম একশ দিনে তার প্রথম কাজ হবে রাজধানীর আবর্জনা আর করপোরেশনের দুর্নীতি ‘সাফ’ করা।
তিনি বলছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনের ভূমিকায় তিনি ‘সন্তুষ্ট’ নন। ক্ষমতা থাকলেও ইসি অনেক অনিয়মের বিষয়েই ‘পদক্ষেপ নিচ্ছে না’।
তাবিথের ভাষায়, জনরায় ‘হয়েই গেছে’। এখন কেবল ‘ভোটে আসার’ অপেক্ষা।
তাবিথ আউয়াল বলেন প্রচার ভালো চলছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। অনেকটা বলতে পারেন জোয়ারের মতো মানুষ আসছে। বাকিটা ভোটের দিন বোঝা যাবে।