মুআল্লা ইবনু আসা’দ (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) হইতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু রয়েছে, তা থেকে উত্তম।
গ্রন্থঃ সহীহ বুখারী
অধ্যায়ঃ ৪৮/ জিহাদ
হাদিস নম্বরঃ ২৬০০ | 2600