আবূ সা’ঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) কে আমি বলতে শুনেছিঃ তোমাদের কেউ যখন কোন অসৎ কাজ হতে দেখে তা যেন সে হাত দিয়ে প্রতিরোধ করে। যদি এই ক্ষমতা সে না রাখে তাহলে যেন মুখের মাধ্যমে তা প্রতিরোধ করে। যদি এই ক্ষমতাটুকুও সে না রাখে তবে যেন হৃদয়ের মাধ্যমে এটা প্রতিরোধ করার চেষ্টা করে (বা এর প্রতি ঘৃণা পোষণ করে)। আর এটা হল ঈমানের দুর্বলতম স্তর-(মুসলিমঃ ৪৯)
ব্যাখ্যাঃ
‘হাত দিয়ে’ (শক্তি প্রয়োগে)
‘মুখের মাধ্যমে ‘ (কথার মাধ্যমে জনমত গঠন করে)
‘হৃদয়ের মাধ্যমে’ (পরিকল্পিত উপায়ে)
‘দুর্বলতম’ (নিম্নতম)