Home আজকের গরম খবর প্যারিস জলবায়ু চুক্তি : নেতৃত্বে চীন ও ইউরোপীয় ইউনিয়ন

প্যারিস জলবায়ু চুক্তি : নেতৃত্বে চীন ও ইউরোপীয় ইউনিয়ন

আগামী শনিবার জি সেভেন এর বৈঠকে জলবায়ু পরিবর্তনরোধে প্যারিস চুক্তি কার্যকরের বিষয়ে জোটভুক্ত ছয়টি দেশ একমত হলেও, তাদের সঙ্গে ঐক্য জানাতে অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে স্বাভাবিকভাবেই এ নিয়ে যুক্তরাষ্ট্রের এতদিনকার নেতৃত্ব আর কার্যকর থাকছে না।

জলবায়ু ইস্যুতে এখন নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ব্রাসেলস সম্মেলনে চীন ও ইইউ এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিতে যাচ্ছে বলে জানা গেছে। প্যারিস চুক্তি বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। ধারণা করা হচ্ছে, চীন এবং ইইউ এর এ অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে কিছুটা চাপের মধ্যে ফেলবে।

বলা হচ্ছে, বছরখানেক ধরেই চীন এবং ইইউ জলবায়ু পরিবর্তন এবং ক্লিন এনার্জি নিয়ে ঐক্যমত্যে পৌঁছে একটি যৌথ বিবৃতি দেওয়ার বিষয়ে কাজ করছিল। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগেই জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ব্যাপারে অবস্থান ছিল ট্রাম্পের। সেই ধারাবাহিকতায় ট্রাম্প জানিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে থাকা না থাকার বিষয়ে শিগগির ঘোষণা দেবেন তিনি।