মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে নটরডেম ক্যাথেড্রালের কাছে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলাকারী হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলা করে। হামলাকারীকে পুলিশ গুলি করলে সে আহত হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।
হামলাকারী বুকে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গণমাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী ক্যাথেড্রালের কাছে প্যারিসের পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার ওপর হাতুড় নিয়ে হামলা করে। এ সময় পুলিশের গুলির আওয়াজে দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে দূরে সরে থাকতে বলেছে। এক টুইটার বার্তায় পুলিশ জানিয়েছে, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একজন পুলিশ আহত হয়েছেন।”