Home আজকের গরম খবর পেছনের সারিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

পেছনের সারিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

0
পেছনের সারিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একজন সাদামাটা মানুষ। সহজ, সরল, নিরহঙ্কারী ব্যক্তি। খুব সহজেই মিশে যান মানুষের সাথে। গাড়ি থামিয়ে পার্কে বসে থাকা বুড়ির সাথে আড্ডা দেন। কিংবা দেখা যায় গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষার্থীরা যখন ছাত্রাবাসে উঠছে, তখন তিনি গাড়ি থেকে নেমে তাদের মালামাল উঠিয়ে দিচ্ছেন।
কখনো দেখা গেছে, খোলা মাঠের বেঞ্চে দাঁড়িয়েই ট্রুডো বক্তৃতা দেয়া শুরু করলেন। আবার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চ ছাড়াই তিনি একটি প্লাস্টিকের চেয়ারে বসে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কিংবা কারো বাসায় ফোন করে বলছেন, ‘আগামীকাল সন্ধ্যায় আপনাদের বাড়িতে ডিনার খেতে আসবো’।
এরকম ঘটনার শেষ নেই। সম্প্রতি, তার স্ত্রী সুফিয়ার দেয়া ফেসবুকের এক পোস্ট থেকে জানা যায়, ট্রুডো একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি সপরিবারে ছুটির দিনে হকি খেলা দেখতে গিয়ে অনায়াসে সাধারণ দর্শকদের পেছনের সারিতে বসে আবারো সবাইকে চমকে দেন। কারণ, গণ মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসার নেতা তিনিই, যিনি আর কেউ নন, বিশ্বসেরা জাস্টিন ট্রুডো। তিনি লিবারেল নেতা, লিবারেল পার্টির নেতা, সব মানুষের নেতা।