পাপুয়া নিউ গিনিতে এবার রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)এ তথ্য নিশ্চিত করেছে।

মূল ভূখণ্ড থেকে ১৫০ কিলোমিটার দূরে ৫০ কিলোমিটার ভূ-গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পরে সাগরের ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে এবং তা আরও উত্তাল হচ্ছে।

জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, ভূমিকম্প হয়েছে ৯৮ কিলোমিটার ভূ গভীরে। এর চেয়ে বেশি কোনো তথ্য তারা দেয়নি।

পাপুয়া নিউ গিনির আশপাশের দ্বীপ রাষ্ট্র অস্ট্রেলিয়া, সলোমান দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভানুয়াতু, ফিজি এবং আরো কিছু জেলায় এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হতে পারে এবং সুনামি হলে তা এই দেশগুলোতে আঘাত হানতে পারে। তবে অস্ট্রেলিয়ায় সুুনামির কোনো সম্ভাবনা নেই বলে দেশটির ভূমিকম্প আবহাওয়া ব্যুরো জানিয়েছে।