download (2)

পাকিস্তানের সেনা কমান্ডাররা দেশটিতে সন্ত্রাস উস্কে দেয়ার ক্ষেত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ জড়িত থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমান্ডারদের বৈঠকে আজ(মঙ্গলবার) এ উদ্বেগ প্রকাশ করা হয়।

পাক সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর বিবৃতিতে এ কথা জানান হয়েছে। আইএসপিআর বলেছে, বৈঠকে পাকিস্তানে সন্ত্রাস উস্কে দেয়ার ক্ষেত্রে ‘র’এর ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে।

অনেক বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানে সন্ত্রাস উস্কে দেয়ার ক্ষেত্রে ‘র’এর ভূমিকার কথা উল্লেখ করে পাক সেনা কমান্ডাররা প্রকাশ্য বিবৃতি দিলেন।

‘র’এর সঙ্গে যোগসাজশে সন্ত্রাস উস্কে দেয়ার অভিযোগে করাচি থেতে মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম’র দু’কর্মীকে পুলিশ গ্রেফতার করার কয়েকদিনের মধ্যেই এ বিবৃতি দেয়া হল।

বৈঠকে জেনারেল রাহিল বলেছেন, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে পাকিস্তানে অভিযান বাড়ানোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দেশটিতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ জাতীয় অভিযান চালানো হচ্ছে বলে উল্লেখ করেন।