পাকিস্তানের সিন্ধু প্রদেশে গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপদাহে মৃতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রাণহানি বাড়তে থাকায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এরইমধ্যে মর্গের ধারণক্ষমতাও ফুরিয়ে এসেছে ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় ‘ বিবিসি উর্দুতে কেবল করাচিতে ৭৮০ প্রাণহানির খবর নিশ্চিত করা হলেও অন্যান্য জায়গায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিটিভি।’
পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে করাচিতে। মঙ্গলবারও সেখানে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। ওইদিন তাপপ্রবাহে মৃত্যুর ঘটনায় জরুরী ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, হিটস্ট্রোক আক্রান্তদের জরুরি ওষুধ সরবরাহে প্রদেশের হাসপাতালগুলোতে হিট স্ট্রোক চিকিৎসা কেন্দ্র খোলা হবে।