নেপালে ভূমিকম্পে অন্তত ১০৮ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া ভারতের বিহারে পাঁচজন মারা গেছে। শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর: এনডিটিভির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল এএফপিকে বলেছেন, কাঠমান্ডুতে ৭১ জন মারা গেছে। এছাড়া ভক্তপুর জেলায় ৪৩ জন মারা গেছেন।
গত ৮০ বছরের মধ্যে নেপালে এটিই ভয়াবহ ভূমিকম্প। আজকের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কাঠমান্ডু। এখানে ভবন ধসে গেছে, ভূমি ফেটে গেছে ও অনেকে আহত হয়েছেন।
কাঠমান্ডুর হাসপাতালে ভাঙা পা ও অঙ্গ-প্রত্যঙ্গ ভাঙ্গা ব্যক্তিরা চিকিত্সা নিতে আসছেন। ঠিক কতোজন আহত হয়েছেন তা সঠিক করে বলা যাচ্ছে না।
পর্বতারোহী অ্যালেক্স গাভান মাউন্ট পুমোরি টুইটারে বলেছেন, কম্পনে এভারেস্টে ধস হয়েছে। পুমোরি এভারেস্ট থেকে আট কিলোমিটার দূরে।