নেইমারকে এবার শুভকামনা জানালেন লুইস সুয়ারেজ।
নেইমারকে এবার শুভকামনা জানালেন লুইস সুয়ারেজ।

বিদায়ী সতীর্থকে আগেই শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিতে যাওয়া নেইমারকে এবার শুভকামনা জানালেন লুইস সুয়ারেজ।

ব্রাজিলের এ খেলোয়াড়কে ‘কখনও বদলে না যাওয়ার’ আহ্বানও জানিয়েছেন তিনি।

নেইমারকে তার বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে দলে টানতে যাচ্ছে পিএসজি। বুধবার বাবা ও প্রতিনিধির সঙ্গে বার্সেলোনার অনুশীলনে এসে ন্যুক্যাম্প ছাড়ার ইচ্ছার কথা জানান ব্রাজিলের এ খেলোয়াড়।

এর কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামে নেইমারকে শুভকামনা জানান বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি।

উরুগুয়ে স্ট্রাইকারও ইনস্টাগ্রামে সতীর্থকে বিদায় জানিয়েছেন।

‘বন্ধু আমার, আগামীর সবকিছুর জন্য তোমার মঙ্গল কামনা করছি!!!’ ‘তোমার সমর্থন, তোমার সঙ্গে থেকে আমি যা কিছু শিখেছি এবং একসঙ্গে আমরা যেসব দারুণ
মুহূর্ত কাটিয়েছি- সে সবের জন্যও তোমাকে ধন্যবাদ!!!… কখনও বদলে যেও না, তোমাকে ভালোবাসি ছোট ভাই।’