কাত্তরের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় তার প্রতিবাদে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত দেভরিম অযতুর্ককে সরিয়ে নিয়েছে তুরস্ক।
আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম এই তথ্য দিয়েছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত এখন বাংলাদেশে অবস্থান করছেন না।
রাষ্ট্রদূত প্রত্যাহার বিষয়ক কোনও বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই বলেই জানান তিনি।
চ্যানেল নিউজ এশিয়া ও দ্য স্টার একই ধরনের সংবাদ পরিবেশন করে বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজেই একটি বক্তৃতায় এই প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নিজামীর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রাখতে পারেনি মিডিয়ায় এমন খবরের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবরে জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১০ মে) দিনগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর। পরে পাবনার সাঁথিয়ায় তার দাফন সম্পন্ন হয়।
নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, হত্যাসহ বেশ কয়েকটি মানবতাবিরোধী অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই দণ্ড বহাল রাখে।