ব্যোমকেশ হয়ে আবারো দর্শকের সামনে আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এ বিখ্যাত চরিত্র ক্যামেরা ফ্রেমে এবারও ধারণ করলেন নির্মাতা অরিন্দম শীল। আর ট্রেলারেই বাজিমাত নতুন ব্যোমকেশ।
নতুন পর্বের নাম ‘ব্যোমকেশ পর্ব’। আগামী বছরের ১৭ এপ্রিল মুক্তি পাবে কলকাতায়। তবে তার আগে প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। গত ১৭ নভেম্বর ট্রেলারটির মুক্তি দেয়া হয়েছে। এবারের পর্বে দেখা যাবে গল্পের প্রেক্ষাপট ১৯৪৮ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সেনাদের ফেলে যাওয়া অস্ত্র নিয়ে এর কাহিনি। রীতিমত সরকারি তলবে গোয়েন্দাগিরিতে নামেন ব্যোমকেশ।
এখানে আবিরের পাশাপাশি অভিনয় করেছেন ঋতিক চক্রবর্তী, সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, রজতাভ দত্ত, অরিন্দোল বাগচী, সৌম্যজিত্‍ মজুমদার, দেবপ্রসাদ হালদার। এছাড়া বাইজির চরিত্রে দেখা যাবে আছে সায়ন্তিকাকে।
উল্লেখ্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘অমৃতের মৃত্যু’ উপন্যাস অবলম্বনে ‘ব্যোমকেশ পর্ব’-এর চিত্রনাট্য ও সংলাপ নির্মাণ করেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও অরিন্দম শীল। এর আগে ব্যোমকেশ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
https://www.youtube.com/watch?v=ZBiHOdcukGg