Home Hot News Today নতুন ধারার চলচিত্র ' ভালবাসা সীমাহীন ' Trailer এই হিট !!!

নতুন ধারার চলচিত্র ' ভালবাসা সীমাহীন ' Trailer এই হিট !!!

0

অপেক্ষার পালা শেষ। পরীমনির রুপের ঝলক দেখতে অপেক্ষা মাত্র আর কয়েকটা দিনের। আগামী ২৭ ফেব্রুয়ারি একযোগে সারাদেশে মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’।

ছবি মুক্তির আগেই প্রকাশ পেয়েছে ছবিটির একটি ট্রেলার। ট্রেলার দেখেই পরীমনির ভক্তরা নড়েচড়ে বসেছেন। তারা যে এতদিন খালি কলসের বাজনা শোনেননি তা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন।।জানা গেছে, ছবিটিতে ভালো অভিনয়ের পাশাপাশি একটি আইটেম গানেও নেচেছেন পরী। গানের মধ্যেও দেখিয়েছেন নিজের আলাদা ধরণ। তবে পুরোটা ধামাকাতো ছবিতেই।নোমান কথাচিত্রের ব্যানারে প্রযোজিত শাহ আলম মন্ডল পরিচালিত এ ছবিটিতে পরীমনির সঙ্গে রয়েছেন জায়েদ খান ও আনিসুর রহমান মিলন।

পরিচালক শাহ আলম মন্ডল জানান, ইতোমধ্যে ‘ভালবাসা সীমাহীন’ ছবিটি সকল পরীক্ষা শেষ করেছে এখন ফলাফলের জন্য অপেক্ষা করছে। আর এ ফলাফল ঘোষনার দায়িত্ব ভার পড়েছে দর্শকদের উপর। দর্শকরা ২৭ ফেব্রুয়ারি হলে গিয়ে ছবিটি দেখে ফলাফল দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

safe_image