Home Hot News Today ধর্ষণে ৫ জনের মৃত্যুদন্ড বহাল

ধর্ষণে ৫ জনের মৃত্যুদন্ড বহাল

0
535

২০০২ সালে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করেও জরিমানা করেছেন আদালত।
ঘটনার সময় অভিযুক্তদের বয়স ছিল ১৭ থেকে ৩৫ বছর। এদের মধ্যে দুই ভাইও রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম জানান, রায়ে বিচারক বলেছেন, এই গণ ধর্ষণের ঘটনা অমানবিক, হৃদয় বিদারক ও সভ্য সমাজের কলঙ্ক।
রায় ঘোষণার সময় পাঁচ অভিযুক্তের মধ্যে চারজনই আদালতে উপস্থিত ছিলেন। বাকি একজন এখনো পলাতক রয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়।
২০০২ সালের ২০ জুলাই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি গ্রাম থেকে আরেক গ্রামে বেড়াতে যাওয়ার সময় ১৫ বছর বয়সী ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা।
পুলিশ মেয়েটিকে উদ্ধারের পর, পরদিন সে পূর্বধলা থানায় ছয়জনকে আসামী করে মামলা করে।