দূতাবাসে হামলা ও ধর্ষণের দায়ে জর্ডানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ আসামির ফাঁসি কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে দশজন সন্ত্রাসী হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। বাকিরা ধর্ষণ মামলার আসামি। খবর বিবিসির।

দেশটির তথ্যমন্ত্রী মোহাম্মদ মোমানী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শনিবার ভোরে দক্ষিণ আম্মানের একটি জেলখানায় ফাঁসিতে ঝুলিয়ে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তাদের ১০জনকে ২০০৩ সালে বাগদাদের জর্ডান দূতাবাস ও ২০০৬ সালে আম্মানে বিদেশী পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার দায়ে এবং পাঁচজনকে ধর্ষণের দায়ে এ মৃত্যুদণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, দেশটিতে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত মৃত্যুদণ্ড রহিত ছিল।