রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় একটি টিনসেড বাড়ি দেবে একই পরিবারের ৪ জনসহ ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহতরা হলেন, মিজানুর রহমান (৪৩) ও নিজাম (২৮), হারুন (৫৬), মহিদুল (১৪) ও খাদিজা বেগম (১৯)। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবে যাওয়া বাড়িটি স্থানীয় একটি ডোবার উপর তৈরি করা হয়েছিল। বুধবার বিকেলে বাঁশ, কাঠ, লোহা ও টিন দিয়ে তৈরি বাড়িটির খুঁটিসহ একতলা পর্যন্ত হঠাৎ করেই পানিতে দেবে যায়। বাড়িটির নিচতলায় বেশ কয়েকটি পরিবার বসবাস করতো। বাড়িতে প্রায় ১০টি পরিবার ভাড়া থাকতো। এরমধ্যে নীচতলার বাসিন্দাদের সবাই আটকা পড়েছে। এ ঘটনায় নিহতদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ওসি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নীচতলাটি সম্পূর্ণ পানিতে দেবে যাওয়ায় যারা ঘরের ভেতর ছিলেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। তবে ফায়ার সার্ভির ক্রেন দিয়ে বাড়িটি তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। কচুরি পানা ও পানির কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। দেবে যাওয়া বাড়ির মালিকের নাম মনির চৌধূরী। ঘটনার পর বাড়ির মালিক পলাতক রয়েছেন।
রামপুরা থানার এস আই আবদুর রশীদ জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী ২ যুবক ও ১ নারীর লাশ উদ্ধার করেন। বিকাল পৌনে ৫টার দিকে নিজাম খাঁ (৪৫) ও মিজান (৩৫) নামে ২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান। এছাড়া খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালেও আরও ২ নারীর লাশ নেয়া হয়েছে।