মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, তাদের প্রথম দুঃশ্চিন্তা হলো অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। সেই দুঃশ্চিন্তাকে ম্যাচের দ্বিতীয় দিন সকালেই দূর করে দিলেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বোল্ড হয়ে গেলেন ১৬ বলে ৮ রান করা অজি অধিনায়ক। এই রিপোর্ট লেখা পর্যন্ত অজিদের রান ৪ উইকেটে ৩৮।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১০ রানে ৩ উইকেট হারানোর পর ৫০ তম টেস্ট খেলতে নামা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ১৫৫ রানের জুটি গড়েন। সাকিব সর্বোচ্চ ৮৪ এবং তামিম ৭১ রান করেন। প্যাট কমিন্স, নাথান লায়ন এবং অ্যাস্টন অ্যাগার ৩টি করে উইকেট নেন।
টেস্টের প্রথম দিনেই প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু সাকিব আল হাসান আর মেহেদী মিরাজের ঘূর্ণিতে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে স্টিভেন স্মিথের দল। অজিদের দলীয় ৯ রানে প্রথম আঘাত হানেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তার বলে এলবিডাব্লিউ হয়েই ফিরতে হয় ডেভিড ওয়ার্নারকে।
স্কোরবোর্ডে ৫ রান যোগ হতে না হতেই আবারও আঘাত! সাকিবের বলে রান আউট হয়ে যান উসমান খাজা (১)। ৫ বল পরেই বিশ্বসেরা অল-আউন্ডারের বলে এলবিডাব্লিউ হয়ে যান নাথান লায়ন (০)। দিনের বাকী কয়েকটি বল অধিনায়ক স্টিভেন স্মিথ (৩) এবং ম্যাট রেনশ (৬) নিরাপদে কাটিয়ে দেন। প্রথম দিনশেষে অজিদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৮ রান।