পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনায় মগ্ন থাকেন। অঞ্চলের ভিত্তিতে বিভিন্ন দেশে দেশের রোজার সময়ের হেরফের হয়। কোনো দেশে রোজার সময় কিছুটা দীর্ঘ, কোথাও সময় তুলনামূলক কম। এবার বিশ্বের কয়েকটি দেশে রোজার সময় বেশ দীর্ঘ। এবার সবচেয়ে দীর্ঘ সময় রোজা হচ্ছে ডেনমার্কে। গতবার ছিল আইসল্যান্ড ও সুইডেনে

ডেনমার্কে ২১ ঘণ্টা
এ বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে ডেনমার্কের বাসিন্দাদের। ইউরোপের উত্তরাঞ্চলীয় এই দেশটিতে ইফতারের তিন ঘণ্টা পরই সেহরি খাওয়ার সময় হয়ে যায়। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২১ ঘণ্টা রোজা রাখবেন তারা। গতবার আইসল্যান্ডে রোজার সময় ছিল ২২ ঘণ্টা। আর সুইডেনে ২১ ঘণ্টা।

রাশিয়ায় ২০ ঘণ্টা ৪৯ মিনিট
এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ে রোজা রাখতে হচ্ছে রাশিয়ার মুসলমানদের। সেখানে রোজার সময় ২০ ঘণ্টা ৪৯ মিনিট।

সুইডেন ও নরওয়ে ২০ ঘণ্টা
ইউরোপের উত্তরাঞ্চলীয় দেশগুলোর মধ্যে সুইডেন ও নীশিথ সূর্যের দেশ নরওয়ের বাসিন্দারা রোজা রাখবেন ২০ ঘণ্টা।

যুক্তরাজ্যে ১৯ ঘণ্টা
যুক্তরাজ্যে সেহরি ও ইফতারের সময়ের পাথর্ক্য ১৮ ঘণ্টা ৫৯ মিনিট।

জার্মানিতে ১৮ ঘণ্টা ৯ মিনিট
এ বছর জার্মানির ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখবেন ১৯ ঘণ্টা ৯ মিনিট।

কানাডায় ১৮ ঘণ্টা ৯ মিনিট
কারাডায় প্রায় ১০ লাখ মুসলমানের বসবাস। সবচেয়ে বেশি মুসলমান থাকেন টরন্টোতে। এবার সেহরির ১৮ ঘণ্টা ৯ মিনিট পর ইফতার করবেন তারা।

চীনে ১৭ ঘণ্টা ২৮ মিনিট
এশিয়ার মধ্যে রাশিয়ার পর চীনা মুসলিমরা সবচেয়ে দীর্ঘ রোজা রাখবেন। এবার দেশটিতে রোজা সময় ১৭ ঘণ্টা ২৮ মিনিট।

ভারতে ১৭ ঘণ্টা ১১ মিনিট
চীনের পরই আছে ভারতের অবস্থান। পাশ্ববর্তী দেশ ভারতে রোজা হবে ১৭ ঘণ্টা ১১ মিনিট।

সৌদি আরবে ১৬ ঘণ্টা ১৩ মিনিট
এবার গ্রীষ্মে খরতাপে পুড়ছে মধ্যপ্রাচ্য। ধারণা করা হচ্ছে, ৩৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়তে পারে মধ্যপ্রাচ্যে। আর সবচেয়ে বেশি গরম পড়বে সৌদি আরবেই। এই গরমে দেশটির বাসিন্দাদের রোজা রাখতে হচ্ছে ১৬ ঘণ্টা ১৩ মিনিট।

পাকিস্তানে ১৬ ঘণ্টা ৫ মিনিট
সৌদি আরবের পর আছে পাকিস্তান। এখানে রোজার সময় ১৬ ঘণ্টা ৫ মিনিট।

কুয়েতে ১৬ ঘণ্টা
মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ কুয়েতে সেহরি ও ইফতারের মধ্যে পাথর্ক্য ১৫ ঘণ্টা ৫৯ মিনিট।

বাংলাদেশে ১৫ ঘণ্টা ১৪ মিনিট
বাংলাদেশে প্রথম দিনের ইফতার ও সেহরির সময় অনুযায়ী রোজাদাররা ১৫ ঘণ্টা ১৪ মিনিট রোজা রেখেছেন।