চিকিৎসায় অবহেলার ঘটনায় জরিমানা করা হল ১.১ কোটি টাকা। এই নিয়ে দ্বিতীয়বার এ দেশে এত বিশাল অংকের জরিমানা করা হল। চিকিৎসায় অবহেলায় এ দেশে সব থেকে বেশি অংকের জরিমানা করা হয়েছিল অনাবাসী ভারতীয় চিকিৎসক কুণাল সাহার স্ত্রী অনুরাধা সাহার ঘটনায়। নয়া দিল্লির বেসরকারি এক হাসপাতালে চিকিৎসায় অবহেলার এক ঘটনায়, গত সপ্তাহে ন্যাশনাল কনজিউমার ফোরাম (এনসিডিআরসি) ১.১ কোটি টাকার জরিমানার কথা বলেছে। শুধুমাত্র বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও নয়,
সেখানকার অভিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধেও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবেও করা হয়েছে জরিমানা। সব মিলিয়ে ওই জরিমানার অংক দাঁড়িয়েছে এক কোটি ১০ লক্ষ টাকায়। এর মধ্যে ১০ লক্ষ টাকা শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে বলা হয়েছে। প্রসবের সময় চিকিৎসায় অবহেলার জেরে এক নবজাতকের মস্তিষ্ক চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নয়া দিল্লির ওই বেসরকারি হাসপাতালের এই ঘটনা ১৯৯৯-এর।
ওই ঘটনার অভিযোগের ভিত্তিতে, শেষ পর্যন্ত বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা জরিমানার কথা বলেছে ন্যাশনাল কনজিউমার ফোরাম। তবে, উল্লেখযোগ্যভাবে এ ক্ষেত্রে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকা জরিমানা হয়েছে।
উল্লেখযোগ্য, কারণ, শাস্তিমূলক ক্ষতিপূরণের বিষয়টি সাধারণত পশ্চিমি দেশগুলিতে দেখা যায়। এই বিষয়ে অবশ্য বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য মেলেনি। তবে, এ ভাবে বিশাল অংকের জরিমানার বিষয়ে অনাবাসী ভারতীয় চিকিৎসক কুণাল সাহা বলেছেন, ন্যাশনাল কনজিউমার ফোরামের ঐতিহাসিক এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই ঘটনায় চিকিৎসায় অবহেলার শিকার এ দেশের হাজার হাজার অসহায় মানুষের মনে আশার সঞ্চার হল।