চেন্নাইয়ের মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মস্তিস্কে ‘সফল অস্ত্রোপচার’ হয়েছে।
অস্ত্রোপচারের পর আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী।
ব্রেইন টিউমারে আক্রান্ত দিতি এই হাসপাতালে ২৫ জুলাই ভর্তি হন।
অস্ত্রোপচারের আগে মায়ের সঙ্গে ভাই দীপ্তকে নিয়ে বেশ কটি ছবি তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লামিয়া লিখেছেন, “মায়ের অস্ত্রোপচার মাত্রই শেষ হলো। সার্জন বলেছেন, সব কিছু ভালোই হয়েছে, মাথায় কোনো ক্ষতিই হয়নি। এখন মাকে চেতনানাশক দিয়ে রাখা হয়েছে। আশা করি, আগামীকালের মধ্যেই মায়ের জ্ঞান ফিরে আসবে।”
বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন নাটক ও চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেত্রী, পরিচালক পারভিন সুলতানা দিতি। ঈদের ঠিক আগেই অসুস্থতা তীব্রতর হলে চিকিৎসকের শরণাপন্ন হন। আশানুরূপ কোনো ফল না পেয়ে ভারতে যান। সেখানেই ধরা পড়ে তার ব্রেইন টিউমার।
দিতির জন্য শুভ কামনা জানিয়েছেন শিল্প-সংস্কৃতি অঙ্গনের তারকারা। অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাজনীন হাসান চুমকী, নওরিন হাসান খান জেনি, কুসুম শিকদার, ফারজানা ছবি, নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেকেই তার জন্য শুভ কামনা জানিয়েছেন।