ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচীতে আছেন। এ সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদামবারাম বলেছেন, দাউদ ইব্রাহিম পাকিস্তানে থাকলেও তাকে কখনোই ভারতের কাছে হস্তান্তর করবে না পাকিস্তান।
সিএনএন নিউজ১৮য়ের এক খবরে বলা হয়েছে, করাচীর ক্লিফটন এলাকায় ব্লক ৪ এর ডি-১৩তে থাকেন দাউদ।
শুক্রবার চিদামবারামের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান সরকার কখনোই দাউদকে আপনাদের হাতে তুলে দেবে না। এটাই প্রথম নয়। এর আগেও দাউদের সম্পর্কে বিভিন্ন ধরনের খবর বেরিয়েছে। তবে এ বিষয়ে সব সময়ই অস্বীকার করে আসছে পাকিস্তান।
চিদারাম আরো বলেন, পুরো বিশ্বের মানুষই জানে যে দাউদ ইব্রাহিম পাকিস্তানে আছে। আর এ বিষয়ে আমরা পাকিস্তান সরকারের সঙ্গে কথাও বলেছি। কিন্তু বারবারই তারা এ বিষয়ে অস্বীকার করে আসছে। অথচ পাকিস্তানে দাউদের ঠিকানা নিশ্চিত করেছে অনেকেই। শুধু তাই নয় স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলেই তারা বলে দিচ্ছে দাউদের বাড়ির ঠিকানা। তবে দাউদ পাকিস্তানের পাশাপাশি দুবাইয়েও থাকেন বলে নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম।