দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। বরাবরের মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। স্বপ্নের সোনার ট্রফির যুদ্ধে দলে জায়গা পেতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন কার্লোস তেভেজ। এবার সেই লড়াইয়ে বাড়তি শক্তি পেতে পারেন তিনি। চূড়ান্ত দল ঘোষণার আগে তার মতো ফরোয়ার্ডদের ভেড়ানোর ইঙ্গিত দিয়েছেন কোচ হোর্হে সাম্পাওলি।

তিনি বলেন, ‘তেভেজ নিজেকে প্রমাণ করতে পারলে তাকে নিয়ে ভাবা হবে। তার সামর্থ নিয়ে কোনো সন্দেহ নেই। সেভিয়ার কোচ থাকাকালীন চ্যাম্পিয়নস লিগে প্রতিযোগিতার জন্য তাকে ভেড়াতে চেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আসন্ন ফুটবল মহাযজ্ঞ শুরু হওয়ার আগে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে ভেবে দেখা হবে ।‘

সদ্যই চীনা সুপার লিগের দল সাংহাই সেনহুয়া থেকে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরেছেন তেভেজ। তৃতীয়বারের মতো ক্লাবটিতে ফিরে কোলনের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে পুরো সময় খেলেছেন তিনি। ছন্দ ফিরে পেতে বেশ লড়তে দেখা গেছে তাকে।

তবে দলে ফিরতে যতই চেষ্টা করুন না কেন, তেভেজের তা মোটেও সহজ হবে না। দারুণ ফর্মে রয়েছেন লিওনেল মেসি, ডি মারিয়া, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন ও মাউরো ইকার্দি। তাদের ভিড়ে দলে জায়গা পাওয়াটা বেশ কঠিন হবে ৩৩ বছর বয়সী ফুটবলারের।