পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতার মধ্য দিয়েই তিস্তার পানি বণ্টন চুক্তির জট খুলবে বলে আশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দেন।নরেন্দ্র মোদি বলেন, ‘রাজ্য মুখ্যমন্ত্রীদের সক্রিয় সহযোগিতার ভেতর দিয়ে তিস্তা ও ফেনী সমস্যার সমাধান হবে।’

জানা গেছে, মোদির সফর নিয়ে কথাবার্তার সময় তিস্তা চুক্তি হবে বলা হলেও শেষ পর্যন্ত সরকার চুক্তি স্বাক্ষর থেকে সরে আসে।তিস্তায় মোদি সরকারের অবস্থান বদলের নেপথ্যে রয়েছে মমতার আপত্তি।

বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর নিয়ে মমতা আপত্তি জানিয়েছেন। তাকে না জানিয়ে কেন্দ্র তিস্তা নিয়ে আলোচনা করতে পারে- এমন আশঙ্কা থেকে সফরের শেষ পর্যায়ে মমতা ঢাকা না আসার সিদ্ধান্ত নেন।

পরে তার সম্মতি ছাড়া তিস্তা চুক্তি হবে না মোদি সরকারের পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেয়া হলেই মমতা ঢাকা আসতে সম্মত হন।

গত ফেব্রুয়ারিতে মমতা ঢাকা সফর করেন। ওই সফরে তিনি তিস্তার পানি বণ্টন নিয়ে চলমান বিরোধ মীমাংসায় তার ওপর ‘ভরসা’ রাখার আহ্বান জানান।

সরকারের একটি কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে এনডিটিভির এক রিপোর্টে বলা হয়েছে, চুক্তি না হলেও মমতার ঢাকা আসাকে বড় অর্জন বলে মনে করা হচ্ছে। আগামীতে এই ইস্যুতে সুখবর মিলবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।