Home Hot News Today তারেক রহমানের দণ্ডের প্রতিবাদে জার্মান বিএনপির সমাবেশ

তারেক রহমানের দণ্ডের প্রতিবাদে জার্মান বিএনপির সমাবেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় সাজা দেয়ার প্রতিবাদে জার্মান বিএনপির উদ্যোগে রবিবার ফ্রাঙ্কফুর্ট শহরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জার্মান বিএনপি সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় সমাবেশে জার্মান বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে মাসুদ রেজা বলেন, ‘নিম্ন আদালত থেকে খালাস প্রাপ্ত তারেক রহমানকে হাইকোট যে দণ্ড দিয়েছেন তা ইতিহাসে বিরল। এই রায় প্রতিহিংসামূলক। এ রায় দিয়ে তারেক রহমানের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করা যাবে না।  তার জনপ্রিয়তা আরো বাড়ছে।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার পরিকল্পনার অংশ হিসেবেই এ রায় দেয়া হয়েছে। তারেক রহমান বিএনপির কাণ্ডারি। তার জনপ্রিয়তা এখন বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।’
দেওয়ান শফিকুল ইসলাম বলেন, ‘সরকার টিকে থাকার জন্য  নেতা কর্মীদের খুন গুম অপহরণ করা হচ্ছে। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে।’
এ সময় অন্যদের বক্তব্য রাখেন আওলাদ হোসেন, মোজান্মেল হক, মনজুর আলম, মোর্সেদুজ্জামান শ্যামল, সেলিম ব্যাপারী চঞ্চল, জাহিদ হোসেন শ্যামল, জুয়েল খান, শাখায়াত হোসেন সোহাগ, মো. কায়সার শামিম এম আইচ রুমেল, মো. মিল্লাত, কবির হোসেন, সেলিম রেজা, এমদাদ হোসেন, মনজুর সরকার, ঈস্রাফিল মোল্লা, দেলোয়ার হোসেন ঝন্টু, নিয়াজ হাবিব প্রমুখ।