সোমবার রাতে রাজধানী তাইপের কাছে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একটি সড়ক প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে পাশে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
বাসটিতে ৪৪ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৩০ নিহত হয়।
আহত বাকি ১৪ জনকে উদ্ধার করে তাইপের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে আরও দু’জন মারা যান বলে জানান। বাকিরা চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ।
বাসটির যাত্রীদের বয়স ২০ থেকে ষাটোর্ধ্ব, তবে বেশিরভাগই প্রবীণ বলে জানিয়েছে তাইপের নগর কর্তৃপক্ষ।
তাইওয়ানের ট্যুরিজম ব্যুরোর ভাষ্যমতে, তিয়ে লিয়েন হুয়া ট্রাভেল এজেন্সির আয়োজনের বাস যাত্রীরা ভ্রমণে বেড়িয়েছিলেন।
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্যুরিস্টরা সবাই তাইওয়ানেরই নাগরিক। তবে এখনও যাত্রীদের তথ্যানুসন্ধান চলছে।