রাজধানী ঢাকার বনানী থেকে অদ্ভূত ব্রিটিশ নম্বরপ্লেটসহ একটি বিলাসবহুল ‘বিএমডব্লিউ এক্স৫’ গাড়ি জব্দ করা হয়েছে।

কারনেট সুবিধার অপব্যবহারের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
মঙ্গলবার রাতে বনানীর রোড ২৫এ, হাউস নম্বর ৪৬ এর ‘আকাশপ্রদীপ’ নামক বাড়ির বেসমেন্ট থেকে গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বুধবার এ তথ্য জানায়।

এতে বলা হয়, গাড়ির মালিক মোহাম্মদ মুহসিন আলম নামের একজন  ফ্রেইট ফরোয়ার্ডার্স ব্যবসায়ী। গাড়িটি তিনি নিজেই ব্যবহার করতেন।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে,  গাড়িটি ‘অদ্ভূত নম্বর প্লেট’ ব্যবহার করে চলাচল করছিল। এর সূত্রে নজরদারির পর মঙ্গলবার রাতে মুহসিনের বাড়িতে অভিযান চালানো হয়।

সেখান থেকে গাড়িটি আটকের সময় কালো প্লেটে ‘YF-05PVT’ লেখা দেখা যায়। গাড়ির চেসিস নং WBAFA-12010LW06882, 3000CC, MFG- Year- 2005, Black Color.

শুল্ক গোয়েন্দা জানায়, গাড়িটির প্লেটের নম্বরটি ব্রিটেনে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এ নম্বর পরিবর্তন না করেই ঢাকায় গাড়িটি চলাচল করতো।

গাড়িটি কারনেট সুবিধায় ২০১১ সালে এদেশে আনা হয়েছিল। আমদানিকালে ব্যবসায়ী মুহসিন নিজেকে যুক্তরাজ্যের কভেন্ট্রিতে বসবাসকারী হিসেবে দেখিয়েছিলেন।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, কারনেটের মেয়াদ শেষ হলেও ব্যবসায়ী মুহসিন তা জমা দেননি। এ বিষয়ে তাকে একাধিক নোটিশও দেয়া হয়েছিল। কিন্তু গাড়িটি জমা না দিয়ে ব্যবহার করে আসছিলেন।

সম্প্রতি শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করে শুল্ক গোয়েন্দা। এরপর ব্যবসায়ী মুহসিন গাড়িটি বাড়ির বেসমেন্টে কাপড় দিয়ে ঢেকে লুকিয়ে রাখেন।