ঢাকার হাকিম আদালতের বিস্ফোরণ

0
482
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুরনো ভবনের বারান্দায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।বিস্ফোরণের পর সেখানে কিছু ধাতব টুকরো ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন।ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলামের এজলাস ওই ভবনের দ্বিতীয় তলায়।
কোতোয়ালি থানার ওসি আবুল হোসেন বলেছেন, “আদালত ভবনের বারান্দায় একটি ব্যাগের মধ্যে পটকা জাতীয় কিছু রেখে যাওয়া হয়েছিল। সেটি বিস্ফোরিত হয়ে কাগজের টুকরো ছড়িয়ে পড়েছে।”
আদালত পুলিশের প্রসিকিউশনের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিস্ফোরণের সময় হাকিম এজলাসে ছিলেন না। তাই লোকসমাগম না থাকায় এতে কেউ হতাহত হননি।তবে আদালত ভবনে বোমাবাজিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন এক বিচারক ও কয়েক আইনজীবী।