সায়েন্স ফিকশন সিনেমার গল্প বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বর্তমান ‍যুগের বৈজ্ঞানিক আবিস্কার কল্প-কাহিনিকেও হার মানাচ্ছে। এই উদ্ভাবনের দৌঁড়ে এগিয়ে আছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। গুগলের সোলি প্রজেক্ট সম্প্রতি নতুন একটি ইন্টার‌্যাকশন সেন্সর তৈরি করেছে। যেটিতে রাডার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটি আঙ্গুলের নড়াচড়া শনাক্ত করতে পারে। প্রতি সেকেন্ডে এটি ১০ হাজার ফ্রেম ক্যাপচার করতে পারে।

এই ধরনের ডিভাইস গুগলই প্রথম উদ্ভাবন করলো। এটি দিয়ে যেকোনো ডিভাইস হাতের স্পর্শ ছাড়াই পরিচালনা করা যাবে।

এই ডিভাইসটিতে কম্পিউটারের ছোট  আকারের চিপস ব্যবহার করা হয়েছে। এটি হাতের নড়াচড়া শনাক্ত করে ভার্চুয়াল ডায়াল মেশিনে পাঠিয়ে দেয়। এভাবে এটার সাহায্যে স্পিকারের সাউন্ড কমানো বাড়ানো যায়। একই সঙ্গে এটি স্মার্টয়াচে ভার্চুয়াল টাচপ্যাড হিসেবে কাজ করে।

এই চিপসটিতে ছোট্ট আকারে অঙ্গভঙ্গী শনাক্তকারী রাডার রয়েছে। যেটি স্বল্প দূরত্বে হাতের নড়াচড়া শনাক্ত করে সেটি ফ্রেমে ধারন করতে পারে। এটি অবিশ্বাস্য হাইপার স্পিড ক্যাপচার করতে পারে।

ছোট এই চিপসটি অন্য যেকোনো ডিভাইসে ‍সংযুক্ত করে ব্যবহার করা যায়।