টাইমস সেলেবেক্সের জরিপে তালিকার শীর্ষে স্থান করে নিয়েছেন শাহরুখ খান ও কাজল। ২০১৫ সালের ডিসেম্বর মাসের তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছেন ‘দিলওয়ালে’ জুটি।
দীর্ঘ পাঁচ বছর পর কাজলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করে আলোচনায় এসেছেন শাহরুখ খান। এছাড়াও তার পরবর্তী ছবি ‘ফ্যান’ ও ‘রাইসে’র জন্যও বেশ আলোচিত তিনি।
অন্যদিকে কাজলও শাহরুখের সঙ্গে ‘দিলওয়ালে’তে জুটি বেঁধে কাজ করে আলোচনায় এসেছেন। এছাড়াও শোনা যাচ্ছে স্বামী অজয় দেবগনের সঙ্গে একটি ছবিতে কাজ করবেন তিনি।
অভিনেতাদের মধ্যে শাহরুখের পরে আছেন সালমান খান। ‘বাজিরাও মাস্তানি’ ছবি মুক্তির মাধ্যমে রণবীর সিং ১৭ নম্বর থেকে ৩ নম্বরে উঠে এসেছেন। আর ‘দঙ্গল’ ছবিতে কাজ শুরু করে ১৪ নম্বর থেকে ৬ নম্বরে উঠে এসেছেন আমির খান। ‘দিলওয়ালে’তে কাজ করে অমিতাভের উপরে ৪ নম্বরে স্থান করে নিয়েছেন বরুণ ধাওয়ান।
অভিনেত্রীদের মধ্যে কাজলের পরেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘বাজিরাও মাস্তানি’, ‘জয় গঙ্গা জল’ ছবি এবং হলিউডে টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’ ও দুইটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।
‘বাজিরাও মাস্তানি’, হলিউডের ‘থ্রিএক্স’ ও তিনটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তৃতীয় অবস্থানে আছেন দীপিকা পাড়ুকোণ। এরপরেই আছেন ইয়ামি গৌতম ও কারিনা কাপুর খান। খবর: টাইমস অব ইন্ডিয়া।